৩ এপ্রিল পবিত্র মক্কা শরীফ ও মুসলমানদের উপর হামলার আহ্বানে লন্ডনে লিফলেট বিতরণ

ডেস্ক: আগামী ৩ এপ্রিল মুসলমানদের উপর হামলার আহ্বান জানিয়ে ব্রিটিশ নাগরিকদের মধ্যে ইসলামবিদ্বেষী সন্ত্রাসীরা লিফলেট বিতরণ করেছে। লিফলেটে মুসলমানদেরকে গালাগালি করার জন্য ১০ পয়েন্ট, মুসলমানের উপর এসিড নিক্ষেপের জন্য ৫০ পয়েন্ট, মসজিদে বোমা হামলার জন্য ১০০০ পয়েন্ট ও পবিত্র মক্কা শরীফে হামলার জন্য ২ হাজার ৫০০ পয়েন্ট পুরষ্কার ঘোষণা করা হয়েছে। লিফলেটে ৩ এপ্রিলকে ‘মুসলমানদের শাস্তির’ দিন হিসেবে উল্লেখ করেছে সন্ত্রাসীরা।

লন্ডনের ওয়েস্ট মিডল্যান্ডস এবং ইয়র্কশায়ারের ব্রিটিশ নাগরিকরা বলেছে, তারা প্রিন্ট করা কিছু চিঠি পেয়েছে। এই লিফলেটের উস্কানিমূলক কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করা হয়েছে।
লিফলেটে বলা হয়েছে, তারা (মুসলমানরা) তোমাদেরকে আঘাত করেছে। তোমাদের প্রিয়জনকে কষ্ট দিয়েছে। তারা তোমাকে ব্যথা ও দুঃখ কষ্ট দিয়েছে। তুমি এ ব্যাপারে কী করেছ?

ব্রিটিনে অসংখ্য মুসলমান রয়েছেন। দ্বীন ইসলাম সেখানে ২য় বৃহত্তম।
ইয়র্কশায়ার পুলিশ এক বিবৃতিতে বলেছে, জনগণের নিরাপত্তাকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সতর্ক থাকবে কিন্তু ভয় পাবেন না। আমরা বিভক্ত হবো না। একসঙ্গে দাঁড়ালে আমরাই শক্তিশালী।