বোরকা খুলে টাকা নিতে হবে এটিএম বুথে!

Bangladesh Bank

ঢাকা: এটিএম বুথে চুরি ঠেকাতে দেশের প্রায় সাড়ে সাত হাজার এটিএম বুথে সচ্ছ গ্লাস ও মহিলাদের লেনদেনের সময় এখন থেকে হিজাব খুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব বাণিজ্যক ব্যাংকের বুথে নিরাপত্তা বাড়াতে এ পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া গ্রহককে গোপন নম্বর চাপার সময় নম্বর বোর্ডের উপর অন্য হাতদিয়ে ডেকে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এতে সভাপতিত্ব করেন।