৭.৫ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলে মঙ্গলবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। এতে প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেয়া হয়।

এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যের ক্রসেসিটার অদূরে। এতে প্রায় সাত শ’কিলোমিটার দূরে মেক্সিকো সিটিতেও ভূকম্পন অনুভূত হয়। এর ফলে সেখানের বাসিন্দারা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে।

কর্মকর্তারা জানায়, প্রাথমিকভাবে এ ভূমিকম্পে যে পাঁচজন নিহতের খবর বলা হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের সবাই ওয়াক্সাকার বাসিন্দা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪। এদিকে মেক্সিকোর ভূকম্পন সংস্থা প্রাথমিকভাবে রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানালেও পরে তারা তা সংশোধন করে জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভূমিকম্পটির মাত্রা ৭.৫ (রিখটার স্কেল) ছিল বলে নিশ্চিত করেছে।