৪ মাসে বিশুদ্ধ পানির আওতায় আসবে ঢাকা দক্ষিণ: মেয়র



ঢাকা: আগামী তিন-চার মাসের মধ্যে ঢাকা দক্ষিণের পুরো এলাকা বিশুদ্ধ পানির আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, ২০১৭ সালের মধ্যে ঢাকা দক্ষিণে ১০০টি পাবলিক টয়লেট তৈরি করা হবে।
বুধবার দুপুরে রাজধানীর নগরভবনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মেয়র মোঃ সাইদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার প্রাইমারি রাস্তাগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। এ ছাড়া ১০০টি টয়লেটের ব্যবস্থা করা হবে জানান তিনি। এগুলো ২০১৭ সাল নাগাদ করা হবে।
এর মধ্য দিয়ে বর্তমানের যে সমস্যাগুলো আছে তার সমাধান হবে বলে মনে করেন তিনি।