৪০ বছর পর তলিয়ে যাবে কলকাতা

নিউজ নাইন, ডেস্ক: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে আগামী ৪০ বছরের মধ্যে ভারতের অন্তত ২’টি শহর পানির নিচে তলিয়ে যাবে বলে হুঁশিয়ারি করেছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা(ইউএনইপি)। এর মধ্যে রয়েছে পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতার নাম।

গ্লোবাল এনভায়রনমেন্টাল আউটলুকের রিজিওনাল অ্যাসেসমেন্টে বলা হয়েছে, ভারতের প্রায় ৪ কোটি মানুষ পরিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে। ২০৫০ সালের মধ্যে এরা কোন না কোন ক্ষতির শিকার হতে পারে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধিতে যে দেশগুলো অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে সেই তালিকায় সবার উপরে আছে ভারতের নাম।

তালিকায় ভারতের পরেই বাংলাদেশ। বাংলাদেশে ঝুঁকির মুখে রয়েছে ২১/২  কোটি মানুষ। এরপরেই রয়েছে চীন ও ফিলিপাইনের নাম।

তবে যুক্তরাষ্ট্র, কানাডাসহ পশ্চিম দেশগুলো এশিয়ার চেয়েও ভয়াবহ দুর্যোগ প্রবণ। বিগত কয়েক বছর যাবৎ পশ্চিমের দেশগুলোতে একের পর অস্বাভাবিক তুষার ঝড়, বন্যা, দাবানলসহ বিবিধ অস্বাভাবিক দুর্যোগ লেগেই আছে।

ছবিতে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দুর্যোগের চিত্র:

2015-billion-dollar-disaster-map