১ বছরের মধ্যেই চালু হবে ঠাকুরগাঁও বিমান বন্দর

রাশেদ খান মেনন ঠাকুর গাঁও বিমানবন্দরঠাকুরগাঁও: এক বছরের মধ্যেই ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সদর উপজেলার শীবগঞ্জে অবস্থিত ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে এ বিমানবন্দরের কারিগরি ত্রুটিপূর্ণ কাজগুলো মেরামত করা হবে। প্রধানমন্ত্রী ঘোষিত ২০১৬ সাল পর্যটন বছরের মধ্যেই এ বন্দরটি চালু করা সম্ভব বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী ঠাকুরগাঁও-পঞ্চগড়ে পর্যটন এলাকা গড়ে তুলতে বে-সরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, দুই বছর ধরে বাংলাদেশ বিমান লাভজনক অবস্থানে রয়েছে।