১৪ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ঢাবিতে ভর্তি আবেদন

১৪ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ঢাবিতে ভর্তি আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট: কারিগরি ত্রুটির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া সাময়িক বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টা থেকে আবেদন গ্রহণ বন্ধ রয়েছে। যা আগামী রবিবার (১৪ মার্চ) পর্যন্ত বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সার্ভারের সমস্যার কারণে আবেদন করতে সমস্যা হচ্ছিল। এ মহূর্তে ভর্তি আবেদন বন্ধ রাখা হয়েছে। নতুন দুটি সার্ভার তৈরির কাজ চলছে। এজন্য অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী রবিবার (১৪ মার্চ) পর্যন্ত আবেদন বন্ধ থাকবে। আশা করছি, সোমবার থেকে আবারও আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।

বারবার কারিগরি ত্রুটি কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ঠিক ছিল, হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিচ্ছে। আশা করছি, সোমবারের পর থেকে আর কোনও সমস্যা হবে না।

এর আগে আবেদন শুরুর দিন ৮ মার্চ রাতে কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। পর দিন ৯ মার্চ সকালে সচল হলেও বেশ কয়েকবার সর্ভার ডাউন দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এখন পর্যন্ত ঢাবিতে ১ লাখ ৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছে।