১/১১ পর ষড়যন্ত্রে লিপ্ত ছিলো মাহফুজ আনাম ও মতিউর রহমান : প্রধানমন্ত্রী

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা:  জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ওয়ান ইলেভেনের পর ডিজিএফআই’র কর্মকর্তা আমিন ও বারীর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুটো পত্রিকায় ২০টি বছর ধরেই আমার বিরুদ্ধে লেখা হচ্ছে। কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে এ দুটি পত্রিকা আমি পড়ি না। ভাল কিছু লিখলেও শেষে দিকে আমাকে খোঁচা দেবে। এ খোঁচা খেয়ে আমি আত্মবিশ্বাস হারাব। তবে পড়বো কেন?’ এই দুই পত্রিকার সম্পাদকরা ছিলো, আমিন ও বারীর স্টাফ। এটাই ছিল বাস্তবতা।

তিনি বলেন, ‘ওয়ান ইলেভেনে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে প্রথমেই আমার ওপর আঘাত আসে। আমিতো বিরোধী দলে ছিলাম। তবে কেন প্রথমে আমাকে গ্রেপ্তার করা হলো।’

আমাকে দুর্নীতিবাজ বানাতে ওই দুটি পত্রিকা একের পর এক মিথ্যা সংবাদ ছাপিয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিএফআইয়ের বিগ্রেডিয়ার বারী ও আমিনের হাত থেকে ওই সময় কেউই রেহাই পায়নি। ব্যবসায়ী-রাজনীতিবিদ, শিক্ষক ছাত্রদের ওপর যারা নির্যাতন করেছে তাদের সঙ্গে কী সখ্যতা ছিল তা কী প্রথম আলোর মতিয়ার রহমান ও ডেইলি স্টারের মাহফুজ আনামরা দিতে পারবেন?’

তিনি বলেন, ‘এই দুটি পত্রিকা হয় ডিজিএফআইয়ের এজেন্ট হয়ে কাজ করেছে নতুবা মাইনাস টু ফর্মুলার সঙ্গে জড়িত ছিলেন। ষড়যন্ত্রে লিপ্ত না থাকলে অসত্য সংবাদ ছাপাবে কেন? বিগ্রেডিয়ার আমিন ও বারীর চোখের আলো হয়ে ছিলেন ওই দুটি পত্রিকা।’

তিনি বলেন, এরা এখনো থেমে নেই। এখনো অসংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে। এদের কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই ভুলের খেসারত দেশের জনগণ কেন দেবে। তাদের রাজনৈতিক ভুলের খেসারত তাদেরই দিতে হবে।’