হ্যাক থেকে বাঁচতে চাই কৌশলি পাসওয়ার্ড

নিউজ নাইন২৪ডটকম, আইটি ডেস্ক: ইন্টারনেটে বিভিন্ন এপ্লিকেশন, ইমেইল, ওয়েবসাইট, সোস্যাল নেটওয়ার্কে, ব্লগে একাউন্ট করতে করতে জীবন হয়ে গেছে ডিজিটাল। তারা অনেকেই এসব প্রযুক্তিগত সুবিধা ভোগ করে নিশ্চিন্ত থাকলেও দুশ্চিন্তায় থাকেন একাউন্ট হ্যাক নিয়ে। মজার ব্যাপার হচ্ছে এই দুশ্চিন্তা থেকেও মুক্তি পাওয়া সম্ভব কেবলমাত্র নিজের পাসওয়ার্ডটির মধ্যে একটু কারিশমা করলেই।  আসুন জেনে নিই কী ভাবে তৈরি করবেন হ্যাকার-মুক্ত পাসওয়ার্ড।

 • পাসওয়ার্ড তৈরি করার সময় অত ভাববেন না। এলোমেলোভাবে পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ড যত এলোমেলো হবে ততই ভালো।

• লম্বা পাসওয়ার্ড বাছুন। অন্তত ১২টি ক্যারেক্টর নিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। নম্বর, স্পেশ্যাল ক্যারেক্টর, অক্ষর মিশিয়ে অভিনব পাসওয়ার্ড তৈরি করুন।

• অনেকেই কিবোর্ডের কিগুলি পর পর টিপে পাসওয়ার্ড তৈরি করেন। তাঁরা ভাবেন ডান দিক থেকে বাঁদিকে এলোমেলো ভাবে কিগুলির সাহায্যে পাসওয়ার্ড তৈরি করবেন। এ ভাবে পাসওয়ার্ড বানালে  সহজেই হ্যাকারদের খপ্পরে পড়বেন।

• শুরুতে বা শেষে বিস্ময়সূচক চিহ্ন বা ক্যাপিটেল লেটার লিখবেন না।

• ইমেলে না লিখে রেখে সাদা কাগজে লিখে রাখুন পাসওয়ার্ড।

• নিয়মিত পাল্টান পাসওয়ার্ড। আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড তৈরি করবেন না।

এই ছ’টি উপায় মেনে চললেই হবে কেল্লাফতে। সহজে যে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়েবে না।# – ইন্টারনেট