হংকংয়ের বেকারত্ব হার সর্বোচ্চে

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হংকংয়ে বেকারত্বের হার ৭.২ শতাংশে উন্নীত হয়েছে। এটি ২০০৪ সালের পর সর্বোচ্চ। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত এ বেকারত্বের হার ছিল ৭ শতাংশ। গত তিন মাসে বেকারত্বের হার বৃদ্ধির পরিমাণ ৩.৮ শতাংশ থেকে বেড়ে ৪ শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ নাগাদ বেকার জনগোষ্ঠীর সংখ্যা ৮ হাজার ৩০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার জনে।

অঞ্চলটির শ্রমমন্ত্রী ল চি কোং বলেন, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে পর্যটন খাত স্তব্ধ হয়ে আছে। এমন পরিস্থিতিতে শ্রমবাজার এখনো বহু প্রতিকূলতার সামনে রয়েছে।

অঞ্চলটির অর্থমন্ত্রী পল চান বলেন, গত বছরের ৬.১ শতাংশ সংকোচন কাটিয়ে ওঠার পর আশা করা যায় চলতি বছর অর্থনীতি ৩.৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত চাঙ্গা হবে।