সৌদিতে ইয়েমেনি বাহিনীর হামলা, ৬০ সেনা নিহ ত

ডেস্ক: ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৬০ সৌদি সেনাকে হত্যা করেছে। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।

শুক্রবার একাধিক সৌদি সামরিক যান নাজরান প্রদেশের সীমান্ত অঞ্চল দিয়ে যাওয়ার সময় সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে ইয়েমেনি সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে।

হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে চ্যানেলটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের হামলায় বহু সেনা আহত হওয়ার পাশাপাশি আমেরিকার তৈরি তিনটি আব্রাহাম ট্যাংক এবং ছয়টি সামরিক যান ধ্বংস হয়েছে।

ইয়েমেনের ওপর রিয়াদের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক পাল্টা হামলার অংশ হিসেবে দেশটির সামরিক বাহিনী ইয়েমেনের ভেতরে ভাড়াটে সৌদি সেনাদের ওপর এবং সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সৌদির সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর আগে গত সোমবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র শারাফ লোকমান লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সৌদি আরবের ২০ কিলোমিটার ভেতরে ইয়েমেনি সেনারা ঢুকে পড়েছেন।