সেলফি তুলতে গিয়ে ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ সেতু থেকে পড়ে গেলেন নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কাউন্টি পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি সতর্কবার্তা পোস্ট করেছে। যেখানে বলা হয়েছে, ‘একটি সেলফির বিনিময়ে আপনি আপনার জীবন হারাতে পারেন।’
তবে এই পোস্টের পিছনে একটি কারণ রয়েছে। গত মঙ্গলবার দেশটির ফোরস্টিল সেতুর উপর থেকে সেলফি তুলতে গিয়ে অসাবধানবসত নিচে পড়ে যান এক নারী। ৭৩০ ফুট উচ্চতার এই সেতুটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম এমনকি ক্যালিফোর্নিয়ার মধ্যে সর্বোচ্চ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচিত এই নারী বন্ধুদের সঙ্গে ওই সেতুর উপরে ওঠে এর কিনারা ঘেঁষে হাটছিলেন। হঠাৎ তিনি সেলফি তোলার চেষ্টা করলে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান। তবে প্রায় ৬০ ফিট নীচের সেতুর একটি লোহার কাঠামোতে আটকে গেলে তিনি প্রাণে রক্ষা পান।
পরে তাকে এয়ারএ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ওই নারীর এক বন্ধু পল গঞ্ছারুক জানান, ‘লোহার কাঠামোতে আঁচড়ে পড়ায় ওর শরীরের অনেকগুলো হাড় ভেঙ্গে গেছে। পরবর্তীতে ওকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে জরুরিভিত্তিতে কয়েকটি অপারেশন করাতে হয়। সুস্থ হয়ে গেলেও সে সারাজীবন শরীরে অনেকগুলো ক্ষত বহন করবে।’ সিএনএন।