সুগার মিলের ৫০ মে. টন চিনি উধাও

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়া সুগার মিলের গুদাম থেকে ৫০ মেট্রিক টন চিনি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গুদাম রক্ষককে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। সেই সঙ্গে চিনি উধাও এর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শনিবার কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপক রফিকুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে চিনি উধাওয়ের ঘটনায় কুষ্টিয়া সুগারমিলের জিএমকে (কারখানা) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুগার মিল কর্তৃপক্ষ।

কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুর রহমান খাঁন জানান, গত বৃহস্পতিবার (০৩ জুন) সুগার মিলে মজুদকৃত চিনির স্টোক মিলাতে গেলে ৫৩ টন চিনি কম পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এই ঘটনায় গুদামের গুদাম রক্ষক ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত মৌসুমে ২ ডিসেম্বর কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কুষ্টিয়া সুগার মিলের একাধিক সূত্র জানায়, কুষ্টিয়া সুগার মিল থেকে চিনি উধাওয়ের ঘটনা নতুন কিছু না। মিলের অসৎ কর্মকর্তারা এসব চিনি বাইরে বিক্রি করে দিয়ে নানা অজুহাত দিয়ে থাকেন। কুষ্টিয়া সুগার মিলের চোরদের একটি সিন্ডিকেট এ ধরনের চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়।