সিম নিবন্ধনের সময় বাড়লো ১মাস

নিউজ নাইন২৪, ঢাকা: সিম নিবন্ধনের সময় এক মাস বাড়িয়েছে সরকার। আগামী ১ জুন থেকে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। তবে আজ শনিবার পর্যন্ত যে সব সিম নিবন্ধিত হয়নি সতর্ক বার্তা হিসেবে সেসব সিম ১ মে থেকে দৈবচয়ন ভিত্তিতে তিন ঘণ্টা বন্ধ রাখা হবে।

শনিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১ মে থেকে ৩১ মে রাত ১২টা পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। কিন্তু যেসব গ্রাহক ইচ্ছাকৃতভাবে পুনঃনিবন্ধন করেননি তাদের সিম এ সময় পর্যন্ত (১ থেকে ৩১ মে) প্রতিদিন তিনঘণ্টা করে বন্ধ থাকবে। এভাবে বন্ধ থাকার পর ৩১ মে রাত ১২টার পরও যারা নিবন্ধন করবেন না তাদের সিম সরাসরি বন্ধ করে দেয়া হবে। বন্ধ করে দেয়া সেই সিম ১৫ মাস পর্যন্ত বিক্রি করা হবে না। তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১৫ লাখের মতো সিম রয়েছে যা প্রতিন্ধীরা ব্যবহার করছেন।