সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

সারা দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক:  রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল ৫.১। রোববার বিকেল ৪টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস-জিএস। এর উৎপত্তিস্থল ছিল মিজোরামে ডারলোয়ান এর ভূমির ৪০ কিলোমিটার গভীরে। গত কয়েকদিনে এ মিজোরাম-মণিপুর এলাকায় কয়েক দফা ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন আমাদের সংবাদদাতারা।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ভারতের মিজোরামে উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল মাঝারি ধরনের। এটার শক্তি তেমন ছিল না। ফলে দেশে কিছুটা অনুভূত হয়েছে।

উৎপত্তিস্থলের মাত্রাটাই মাপা হয়। আমাদের এখানে কী শক্তি নিয়ে কাঁপিয়ে দিয়েছে সেটা মাপা হয় না।

ঢাকা থেকে ২৭৯ কিমিলোটার পুবে মিজোরামে উৎপন্ন হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ছিল।

চট্টগ্রাম থেকে জানা যায়, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৬ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলে অনেক বাসা-বাড়ি ছেড়ে বাইরে চলে আসেন। তবে এখনো কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল জানায়, বাংলাদেশ আবহাওয়া অফিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৯ কিলোমিটার পূর্বদিকে ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

সিলেট ভূমিকম্প নির্ণয় কেন্দ্রের ভূতত্ববিদ ময়নুল ইসলাম বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূতাত্বিক হিসাবে ১৬টা ৪৬ মিনিট ২৫৬ সেকেন্টে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ২৮০ কিলোমিটার পূর্বে। এর দৈর্ঘ্য ছিল ৯৩ দশমিক ১২ এবং গভীরতা ৪০ কিলোমিটার।