সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ

সংসদে হাজী সেলিম

ঢাকা: সরাসরি কৃষকের কাছ থেকে ধান না কেনায় খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের কঠোর সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।

বুধবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে খাদ্যপ্রতিমন্ত্রীর উদ্দেশে হাজী সেলিম বলেন, আপনারা টাউট-বাটপারদের কাছ থেকে ধান কিনছেন। এর ফলে সধারণ কৃষকরা সঠিক মূল্য পাচ্ছেন না। আপনারা সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্য কেনেন, তাতে কৃষকরা উপকৃত হবেন।’

খাদ্য প্রতিমন্ত্রী কবিতা পরে মন্ত্রিত্ব লাভ করেছেন, এ দাবি করে হাজী সেলিম বলেন, ‘আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছি ঠিক আছে, কিন্তু মন্ত্রী কি সাধারণ কৃষকের কথা কিছু চিন্তা করেছেন। তিনি সবসময় শুধু কবিতা পাঠ করেন।’

জবাবে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘মানুষ এবং কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে কবিতা থাকবে, কবিতা থাকলে মানুষ থাকবে। খাদ্যশস্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের একটি সরকারি নীতিমালা আছে, এ নীতিমালা অনুযায়ী আমরা খাদ্যশস্য ক্রয় করি।’