সরকারের বিরুদ্ধে করা অভিযোগ খারিজ

নিউজ নাইন২৪, ঢাকা: সরকারের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতে ইসলামীর করা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ওই আদালতের প্রসিকিউটর ফাতোউ বেনসউদা সম্প্রতি এক চিঠির মাধ্যমে জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই।

আইসিসির চিঠি প্রসঙ্গে মাহমুদ আলী বলেন, ২০১৩ সাল থেকে জামায়াত-বিএনপি চক্র নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে এ অভিযোগ করে আসছিল। আদালতের সাম্প্রতিক এ মতামত আবার প্রমাণ করল যে, বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মানবতাবিরোধী অপরাধসহ সব ঘৃণ্য কৃতকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তুরস্কের রাষ্ট্রদূতকে ঢাকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে মাহমুদ আলী বলেন, তুরস্ক রিকল করেনি, কনসালটেশনের জন্য ডেকেছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। তুরস্কে আমাদের রাষ্ট্রদূতকেও আমরা ডেকে পাঠিয়েছি।