সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে সেবা বন্ধে নোটিশ

নিউজ ডেস্ক :হাসপাতাল ও ক্লিনিকে টাকার বিনিময়ে সেবা বন্ধের দাবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে টাকার বিনিময়ে সেবা বন্ধের দাবিতে একটি লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।২৯ জানুয়ারি, মঙ্গলবার জনস্বার্থে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।আগামি ২৪ ঘণ্টার মধ্যে সরকারের প্রতি এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যথাসময়ে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট করবেন বলে জানান এই আইনজীবী।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি হেলথ), বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলসহ সংশ্লিষ্টদেরকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীরা কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে টাকার বিনিময়ে অবাধে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এতে করে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।