সব কার্ডে বিশেষ চিপ ও পিন: বাংলাদেশ ব্যাংক

আরও নিরাপত্তা নিশ্চিতের জন্য ডেবিট, ক্রেডিট কার্ডসহ সব ধরনের কার্ডে বিশেষ চিপ ও পিন যুক্ত করতে হবে। এছাড়া এটিএম বুথে দৈনিক লেনদেনের কমপক্ষে এক বছরের পুরোনো ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। বন্ধ এটিএম অবশ্যই ৭২ ঘণ্টার মধ্যে চালু করতে হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।

এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে কার্ডভিত্তিক লেনদেন করতে হবে। এছাড়া কার্ডের লেনদেনের সব তথ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, লেনদেনের সময় এটিএমে কার্ড আটকে গেলে ব্যাংক তা ৭ দিবসের মধ্যে নিষ্পত্তি করবে।

গ্রাহকদের কার্ড-ভিত্তিক লেনদেনে উৎসাহিত করার জন্য কার্ড ব্যবহারের সুবিধাসমূহ অবহিত করতে হবে।

কার্ড-ভিত্তিক লেনদেনের ঝুঁকি হ্রাসকল্পে সকল লেনদেনের ক্ষেত্রে যথাযথ সতর্কতা/গোপনীয়তা অবলম্বনসহ সঠিক উপায়ে

কার্ড ব্যবহার বিধির চিত্র-সম্বলিত পোস্টার ব্যাংকের শাখায় প্রকাশ এবং গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচার-প্রচারণা শুরু করতে হবে।