সংবিধান সংশোধনের জন্য যৌথ কমিটি গঠন করেছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক:মিয়ানমার তার ২০০৮ সালের সামরিক সরকার প্রণীত সংবিধান সংশোধনের জন্য একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে।
ডেপুটি স্পিকার উ তুন তুন হেইনের নেতৃত্বে আনুপাতিক হারে রাজনৈতিক দল ও সামরিক প্রতিনিধিদের নিয়ে ৪৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
বর্তমান যুগের উপযোগী বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়নের পথে বাধা হয়ে আছে সংবিধানের এমন ধারাগুলো গণমান্ত্রিক মানের সঙ্গে সঙ্গতি রেখে সংশোধনের জন্য সুপাশির করবে যৌথ কমিটি।
জনগণের সমতার অধিকার সুরক্ষা করতে ব্যর্থ ও অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে পারে না সংবিধানের এমন একচোখা ধারাগুলোও সংশোধনের দায়িত্ব দেয়া হয়েছে যৌথ কমিটিকে।সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি ইউনিয়ন পার্লামেন্ট এই কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করে।