শেয়ারবাজারে ফিরল ৬ হাজার কোটি টাকা

শেয়ারবাজারে ফিরল ৬ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: টানা ছয় সপ্তাহ পতনের পর গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখীর দেখা পেয়েছে দেশের শেয়ারবাজার। এতে গেল সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে।

অবশ্য আগের টানা ছয় সপ্তাহের পতনে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বাজার মূলধন হারায় ডিএসই। এই হিসাবে ৩৫ হাজার কোটি টাকা হারানোর পর শেয়ারবাজারে ৬ হাজার কোটি টাকা ফিরে এলো। বাজার মূলধন ৬ হাজার কোটি টাকার ওপরে বাড়ার পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসইতে সবকটি মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গেল সপ্তাহে ডিএসইর প্রধান মূল্য সূচক বেড়েছে প্রায় ২%। আর লেনদেন বেড়েছে প্রায় ৫৪%।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ১৪০ কোটি টাকা।

এর আগে শেয়ারবাজার টানা ছয় সপ্তাহ পতনের মধ্যে থাকায় ডিএসইর বাজার মূলধন কমে ৩৪ হাজার ৭৫৪ কোটি টাকা। বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৯.৩৯ পয়েন্ট বা ১.৮৪%। আগের ছয় সপ্তাহের টানা পতনে সূচকটি কমে ৪৯৩ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি টানা ছয় সপ্তাহ পতনের পর ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৪৬.৮৯ পয়েন্ট বা ২.২৭%। আগের ছয় সপ্তাহের টানা পতনে সূচকটি কমে ১৭০.৯৮ পয়েন্ট।

অপরদিকে ইসলামী শরীয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২২.৭২ পয়েন্ট বা ১.৮৫%। আগের সপ্তাহে সূচকটি কমে ১৬.৬১ পয়েন্ট বা ১.৩৪%। অবশ্য তার আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল।