শিক্ষাঙ্গনকে সন্ত্রাসবাদ মুক্তরাখতে শিক্ষক ও অভিবাবকদের সচেতন হতে হবে  :মায়া

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম শিক্ষাঙ্গনকে সন্ত্রাসবাদ মুক্ত রাখতে শিক্ষক ও অভিবাবকদের সচেতন হবার আহবান জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগীর পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আলোকিত মানুষ হিসাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে তাদের একাডেমীর শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।

দেশের পতাকা ও মাটি নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স হয়েছে, এখন তাদের সন্তানদের দায়িত্ব দেশকে শত্রæ মুক্ত রাখা। এই দেশের পতাকা ও মাটি নিয়ে কেউ যেন নতুন করে ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়েও সজাগ থাকার ব্যাপারেও তিনি দেশবাসীর প্রতি আহবান জানা।