শিকাগোর জরুরি টেলিফোনে যোগ হলো বাংলা সেবা

নিউজ নাইন২৪ডটকম, ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের জরুরি টেলিফোন নম্বরে যোগাযোগ করে মাতৃভাষায় তথ্য আদান-প্রদান করতে পারবেন বাংলাভাষীরা।

বৃহস্পতিবার শিকাগো সিটি কর্তৃপক্ষ জরুরি প্রয়োজনে ব্যবহৃত ‘৯১১’ নম্বরে বাংলা ভাষা সংযোজন করার সিদ্ধান্ত নেয়।

শিকাগোতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরীর অব্যাহত প্রচেষ্টায় এ সেবা চালু করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিকাগো সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের ম্যানেজার জ্যাসন ওয়েংগেল এক ই-মেইল বার্তায় বাংলা চালুর কথা তাকে জানিয়েছেন।

“৯১১-এ ফোন করার পরই বলতে হবে, ‘আমি বাংলায় কথা বলতে চাই’; এর সঙ্গে সঙ্গে একজন বাংলাভাষী অপারেটর টেলিফোনে আসবেন।”

মনির চৌধুরী বলেন, “শিকাগোসহ আশপাশের সিটিসমূহে হাসপাতালসহ সেবামূলক যতো প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোতে বাংলা ভাষা সংযোজনের আরেকটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসের আগেই সেটিও বাস্তবায়িত হবে বলে আশা করছি।”

১৯৯৭ সালের ৩১ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটির ডেভন অ্যাভিনিউয়ের অংশ বিশেষের নামকরণ করা হয়েছে ‘শেখ মুজিব ওয়ে’, যার ক্ষেত্রেও মনির চৌধুরীর অবদান রয়েছে।