লেবুর ভিন্ন ব্যবহার

লাইফষ্টাইল ডেস্ক: লেবুর রস ও খোসা ব্যবহার করতে পারেন বিভিন্নভাবে। এটি যেমন খাবারে নিয়ে আসবে চমৎকার ফ্লেভার, তেমনি গৃহস্থালি কাজও করবে সহজ।

লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিন। লেবুর সুগন্ধযুক্ত এই গুঁড়া ব্যবহার করতে পারবেন সালাদ কিংবা পানীয়তে। এছাড়া রূপচর্চার জন্য তৈরি যেকোনও প্যাকেও এটি ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। লেবুর খোসা গুঁড়া ১ বছর পর্যন্ত ফ্রিজে ভালো রাখতে পারবেন।

  • দরজার লক অথবা বেসিনের কল ঝকঝকে করতে লেবু অর্ধেক করে মোটা দানার লবণ লাগিয়ে ঘষে নিন।
  • ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি স্পঞ্জ লেবুর রসে ডুবিয়ে ফ্রিজে রেখে দিন।
  • পোকার বাসার উপরে লেবুর রস ছড়িয়ে দিন। কমবে পোকামাকড়ের উপদ্রব।
  • প্রাকৃতিক ডিওডরেন্ট হিসেবে লেবু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গোসলের পর এক টুকরা লেবু বাহুমূলে ঘষে নিন। ঘামের দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না।
  • পোশাক থেকে কলমের দাগ দূর করতে চাইলে লেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে ঘষে নিন।
  • চপিং বোর্ড পরিষ্কার করতে চাইলে সামান্য লবণ ছিটিয়ে লেবু ঘষে নিন।