লেনদেনে সেরা বেক্সিমকো

লেনদেনে সেরা বেক্সিমকো

নিউজ ডেস্ক: দেশের পুঁজিবাজারে বেশ কিছু দিন ধরে লেনদেনের সেরা স্থানটি দখল করে আছে বেক্সিমকো। গত সপ্তাহেও একই চিত্র লক্ষ্য করা গেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬০০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইর মোট লেনদেনে বেক্সিমকোর অবদান ১৬ দশমিক শূন‌্য ২ শতাংশ।

লেনদেনের সেরা কোম্পানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ২৮০ কোটি ৩৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৭ দশমিক ৪৭ শতাংশ অবদান রেখেছে।

রবি আজিয়াটা লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনে রবি আজিয়াটার অবদান মাত্র ৭ দশমিক ২৩ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা শীর্ষ দশ কোম্পানির অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক পাওয়ার, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।