লিবিয়ার উপকূলে ভেসে এলো শতাধিক শরণার্থীর লাশ

ডেস্ক: লিবিয়ার উপকুল থেকে শতাধিক শরণার্থী মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে ডুবে তারা মারা গিয়েছে বলে জানিয়েছেন লিবিয়ার নৌ-বাহিনী।

নৌ-বাহিনীর কর্নেল আইয়ুব গাসিল শুক্রবার এপিকে বলেন, ১০৪ টি মরদেহ লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জুয়ারার উপকুলে ভেসে এসেছে। তবে নিহতের সংখা আরো বাড়তে পারে।

গত মঙ্গলবার জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত সপ্তাহে ভূমধ্যসাগরে ডুবে অন্তত ৮৮০ শরণার্থী মারা গেছে।

এ নিয়ে চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাবার চেষ্টাকালে অন্তত ২৫০০ শরণার্থীর সলিলসমাধি ঘটেছে।