রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৩টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।গত বুধবার কুতুপালং ক্যাম্পে ১ হাজার ৫ শত ৭৯ জন পুরুষ, ৬ শত ৫৯ জন মহিলা মিলে ২ হাজার ২ শত ৩৮ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১ হাজার ৩ শত ২৫ জন পুরুষ, ১ হাজার ৫ শত ৬৯ জন মহিলা মিলে ২ হাজার ৮ শত ৯৪ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ১ শত ৬২ জন পুরুষ, ৫ শত ৭৭ জন মহিলা মিলে ১ হাজার ৭ শত ৩৯ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ৬ হাজার ৮ শত ৭১ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে। এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৬৭ হাজার ৮ শত ২১ জনের নিবন্ধন করা হয়েছে। খবর তথ্য বিবরণীর।