রিজার্ভ চুরিতে ‘দেশি চোরের’ সন্ধানে দুদক

নিউজ নাইন২৪ডটকম, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত কিনা তা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজেই এ তথ্য জানিয়ে বলেছেন, দেশি কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জন্য নিজস্ব পদ্ধতিতে কমিশনের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ- ২০১৬’র কর্মসূচির অংশ হিসেবে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালি নিয়ে আসেন কমিশন সংশ্লিষ্টরা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘ব্যাংক আমাদের কোনো চিঠি পাঠায়নি। ২০১৫ সালে একটি আইন হয়েছে, মানি লন্ডারিং সংশ্লিষ্ট। সেখানে ভাগ করে দেওয়া হয়েছে, কোন সংস্থা কোন কাজ করবে।’

তিনি বলেন, ‘সে অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের এ ঘটনায় যদি দেশের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তদন্ত চলছে। সরকার একটি কমিটি করেছে, সিআইডি রয়েছে। আমরা অনুসন্ধান করছি।’

ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের দুর্নীতি প্রতিরোধ ও কমাতে সব পদক্ষেপ নিতে কর্মসূচি নিয়েছি। আশা করছি, জনগণ ও দেশ দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি পাবে। দুর্নীতি দমন কমিশন নিরপরাধের জন্য ভালো জায়গা, অপরাধীদের জন্য উপযুক্ত ব্যবস্থা।’

দেশের বাইরে অনুসন্ধানের প্রয়োজন আছি কিনা এমন প্রশ্নের জবারে তিনি বলেন, ‘সময় বলে দেবে, অনুসন্ধানের প্রয়োজনে দেশের বাইরে যেতে হবে কিনা। সরকার তদন্তের নির্দেশ দিলে দুদক কী করবে, সেটিও সময়ই বলে দেবে।’

দুর্নীতি কমাতে হলে, এর মূল উৎপাটন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণরা এগিয়ে এলে যেকোনো কিছু করা সম্ভম বলে মনে করেন তিনি।