রান্নায় আর গ্যাস নয়, রান্নায় গ্যাস অপচয় হয়: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘গৃহস্থালি কাজে, বিশেষ করে রান্নায় গ্যাস ব্যবহারে নতুন করে আর সংযোগ দেওয়া হবে না। এতে গ্যাসের ব্যাপক অপচয় হচ্ছে। আমাদের অর্থনীতির সমৃদ্ধির জন্যই গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকতে হবে।’

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে পেট্রোবাংলা সেন্টারে ‘জ্বালানি নিরাপত্তা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যানসহ জ্বালানি বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

এ সময় গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারের বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী জানান, সরকার এই ধারা থেকে বেরিয়ে আসছে।

২০১০ সাল থেকে প্রতি বছর ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করছে সরকার। দিবসটির তাৎপর্য হচ্ছে, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন। এগুলো হচ্ছে- তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা। পরবর্তীকালে এই গ্যাস ক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে।

পেট্রোবাংলা আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘গ্যাসটা এত মূল্যবান সম্পদ যে, এটা দিয়ে ভাত-তরকারি রান্নার কোনো মানে হয় না। এরইমধ্যে সরকার নানা পদক্ষেপের মাধ্যমে গৃহস্থালিতে গ্যাস ব্যবহারে নিরুৎসাহিত করছে। বাসা-বাড়িতে পাইপলাইনের গ্যাস সংযোগ আর না দেওয়ার পাশাপাশি সিলিন্ডারে এলপিজি আমদানি উৎসাহিত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না।’

বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় রান্নার কাজে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সাল থেকে বাসাবাড়িতে নতুন আর গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা আছে। এর বিপরীতে উৎপাদন ২ হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস আছে। তাই বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করেছিলাম। এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ। অন্যদেরও বোঝানো উচিৎ যে, রান্নাবান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।’