রাজশাহীর বাজারগুলোতে লিচু উঠতে শুরু করেছে

চড়া দামে বাগান কিনে কম দামে লিচু বিক্রি

নিউজ নাইন২৪, রাজশাহী: মধুমাস জৈষ্ঠ্য মাসের আর মাত্র ১০ দিন বাকি, ইতিমধ্যেই এ অঞ্চলের স্থানীয় বাজারগুলোতে প্রতিবছরের ন্যায় সীমিত মাত্রায় লিচু উঠেছে। তবে বাজারে সরবরাহ কম হওয়ায় দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ।

গ্রীষ্ম মৌসুমের উষ্ণ আবহাওয়ায় এ অঞ্চলে আম, লিচু, তরমুজ ও কাঁঠালের ভাল ফলন হয়। গরমে চলতি বছর লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। একারণে লিচুর সরবরাহ কম হওয়ায় দাম চড়া।

মৌসুমের ফল ব্যবসায়ীরা নগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে সাহেব বাজার, বিন্দুর মোড়, লক্ষ্মীপুর বাজার, সিরোইল বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং কোর্ট বাজারে অস্থায়ী দোকানে নজর কাড়া এই লিচুর পসরা সাজিয়ে বসেছে।

এখানে মান ও আকারের ভিত্তিতে একশ লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। উচ্চমূল্য সত্ত্বেও লিচুর বিক্রি হচ্ছে ভালোই। প্রথম বাজারে ওঠা রসালো এই ফলের স্বাদ নিতে বিত্তবানরা লিচু কিনছেন।