রমেকে ইন্টার্ন চিকিৎসকদের ছাত্রাবাসে ছা ত্রলীগের হামলা


রমেক : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ছাত্রাবাসে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা:মাহফুযুল হক তালুকদার রাকিব আজ সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। রমেক হাসপাতালে সাংবাদিকদেরকে তিনি বলেন, গত ১২ ডিসেম্বর রাত ৯.৩০মিনিটে ইন্টার্ন হোস্টেলে ছাত্রলীগ থেকে বহিস্কৃত ডা:ফারহান মাহমুদ রমেক ছাত্রলীগ নেতা গৌরাঙ্গের অনুসারী ও বহিরাগতদের নিয়ে অতর্কিতে তার কক্ষে হামলা চালিয়ে রুম ভাংচুর করে এবং তাকে আহত করে। মুমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।ইন্টার্ন চিকিৎসকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে গত ১৩ তারিখ থেকে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট পালন করে। এর জের ধরে ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আহসানুল হক রিনভী ও সাংগঠনিক সম্পাদক তনয় মুস্তাফিজের রুম ভাংচুর ও লুটপাট করে ছাত্রলীগ নেতা গৌরাঙ্গের অনুসারীরা। একপর্যায়ে আহসানুল হক রিনভী ও তনয় মুস্তাফিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।আহসানুল হক রিনভী আইসিইউতে আশংকাজনক অবস্থায় ভর্তি আছে।

মাহফুযুল হক তালুকদার আরও বলেন,বর্তমান ছাত্রলীগের সাধারণ সাম্পাদক গোরাঙ্গ চন্দ্র জোরপূর্বক হাসপাতালে ভিআইপি কেবিন গত দুইমাস ধরে দখল করে আছে।কিছুদিন আগে ছাত্রীনিবাসে ২ ছাত্রীর উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলায় ঘটনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং দুইজনকে হোস্টেল থেকে বহি:স্কার করা হয়েছে। আমরা ইন্টার্ন চিকিসকদের উপর ছাত্রলীগের হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। মানবিক দিক বিবেচনা করে রোগীরা যেন চিকিৎসা পায় তার জন্য ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি। উল্লেখ্য ডা. মাহফুযুল হক তালুকদার রমেক ছাত্রলীগের গত কমিটির সভাপতি ছিলেন।