রবীউছ ছানী মাসের চাঁদ দেখা গেছে: মাজলিসু রুইয়াতিল হিলাল

রবীউছ ছানী মাসের চাঁদ দেখা গেছে

নিউজ ডেস্ক: “মাজলিসু রুইয়াতিল হিলাল” এর সংবাদ অনুযায়ী বাংলাদেশে সোমবার দিবাগত সন্ধ্যায় পবিত্র রবীউছ ছানী শরীফ মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ মঙ্গলবার ১লা রবীউছ ছানী।

উল্লেখ্য, ১৪৪২ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল দিবাগত সন্ধ্যায় “মাজলিসু রুইয়াতিল হিলাল” এর এক পর্যালোচনা মজলিস রাজারবাগ দরবার শরীফে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

“মাজলিসু রুইয়াতিল হিলাল” এর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়, গতকাল দিবাগত সন্ধ্যায় রাজধানী ঢাকা, খাগড়াছড়ি, রংপুর, লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিনিধিরা পবিত্র রবীউছ ছানী শরীফ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পরিবেশন করেছেন।

মাজলিসু রুইয়াতিল হিলাল এর মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করেন, আজ ২০ সাদিস ১৩৮৮ শামসী (১৭ নভেম্বর ২০২০ খৃঃ), মঙ্গলবার থেকে ১৪৪২ হিজরী সনের পবিত্র রবীউছ ছানী শরীফ মাসের ১লা তারিখ।