যে লেকে মিনিটে ২৮ বার বাজ পড়ে

DRM0MG Zulia, Venezuela. 28th Jan, 2014. Image provided by the Ministry of the Popular Power for Tourism shows a flash of Catatumbo Lightning in Zulia, Venezuela, on Jan. 28, 2014. The Catatumbo Lightning occurs only over the mouth of the Catatumbo River in Venezuela. The flashes of lightning over this small area is considered to be the world's largest single generator of tropospheric ozone. © Tourism Ministry/Xinhua/Alamy Live News

নিউজ নাইন২৪ ডেস্ক : ভেনিজুয়েলার মারাকাইবো লেক। প্রতি মিনিটে এখানকার আকাশে গড়ে ২৮ বার বিদ্যুৎ চমকাতে দেখা যায়।

বিজ্ঞানীরা বলছেন, সারা বিশ্বে ভেনিজুয়েলার মারাকাইবো লেকই হল এমন একটি স্থান যেখানে সব থেকে বেশি সময় জুড়ে বিদ্যুৎ চমকানো বা বাজ পড়তে দেখা যায়। বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই ভেনিজুয়েলার মারাকাইবো লেকের আকাশে বিদ্যুৎ চমকে ওঠে এভাবে। যার কারণে, গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় একটি স্থানও অর্জন করে ফেলেছে ভেনিজুয়েলার মারাকাইবো লেক।

নাসা থেকে একটি স্যাটেলাইট ভেনিজুয়েলার মারাকাইবো লেকের ওপর নজরদারি করার জন্য ব্যবহার করা হচ্ছে। কেন এমনটা হয়, তা নিয়ে বিশদ গবেষণা করেও কোনো কূল-কিনারা এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তবে গবেষণার গতি আরো বেড়েছে। বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন, কেবল ভেনিজুয়েলার মারাকাইবো লেকেই এমনটা কেন হয়? তথ্যসূত্র : জি নিউজ