মোদির জন্মের ‘আসল’ তারিখ নিয়ে বিতর্ক!

নিউজ নাইন২৪, ডেস্ক: তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আগে থেকেই বিতর্ক চলছিল। তার মধ্যেই এবার তার জন্মের তারিখে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলল কংগ্রেস।

তাদের অভিযোগ সরকারিভাবে ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বরকে মোদির জন্ম তারিখ হিসাবে দেখানো হয়েছে। কিন্তু গুজরাটের যে কলেজে তিনি পড়তেন সেখানকার রেজিস্টারে তার জন্মের তারিখ ১৯৪৯ সালের ২৯ আগস্ট বলে উল্লেখ রয়েছে। প্রমাণ হিসাবে ওই শিক্ষাকেন্দ্রের রেজিস্টার পেশ করেছেন কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল। যেখানে নরেন্দ্রকুমার দামোদরদাস মোদির জন্মের তারিখ ১৯৪৯ সালের ২৯ আগস্ট বলে লেখা রয়েছে।

এই প্রমাণকে হাতিয়ার করেই মোদিকে আক্রমণ করতে উদ্যত হয়েছে কংগ্রেস। তার পাসপোর্ট ও প্যান কার্ডে কোন তারিখের উল্লেখ আছে তাও জানতে চাওয়া হয়েছে।