মেক্সিকো সীমান্তে পাথর ছুঁড়লে পাল্টা গুলি চালানোর হুমকি ট্রাম্পের

২ নভেম্বর, ২০১৮, ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্ত অতিক্রমকালে সেখানে মোতায়েন মার্কিন সৈন্যদের প্রতি যারা পাথর ছুঁড়বে তাদের প্রতি গুলি চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে আসা মধ্য আমেরিকার কয়েক হাজার অভিবাসীর একটি দল মেক্সিকো পুলিশের প্রতি ‘ভয়ঙ্কর ও হিংস্রভাবে’ পাথর নিক্ষেপ করেছে।
তিনি বলেন,‘এ ধরনের আচরণ আমরা সহ্য করবো না। এভাবে আমাদের সৈন্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হলে এর পাল্টা জবাব দেয়া হবে।’
ট্রাম্প বলেন,‘আমি সৈন্যদের একটি পাথরকে একটি রাইফেল হিসেবে গণ্য করতে বলেছি।’
ট্রাম্পের ভাষায় অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসনের প্রবেশ বন্ধে তাঁর বিতর্কিত নীতিমালা তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।
এ ব্যাপারে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে পেন্টাগন মুখপাত্র লে. কর্নেল জেমি ডেভিস বলেন, সামরিক বাহিনী শক্তি প্রয়োগের কল্পিত বিষয়ে কথা বলে না। ‘তবে আমাদের বাহিনীর সদস্যরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং পেশাদার তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে।’