মেক্সিকোতে দাবানলে সাড়ে ৩ হাজার হেক্টর জমি পুড়ে গেছে

নিউজ ডেস্ক: মেক্সিকোর উত্তর পূর্বাঞ্চলে দাবানলে সাড়ে তিন হাজার বন এবং তৃণভূমি পুড়ে গেছে। খারাপ আবহাওয়ার কারণে দমকল বাহিনী কাজ স্থগিত রাখায় আগুনের মাত্রা আরো বেড়ে গেছে।

মেক্সিকো দমকল অফিস জানিয়েছে, প্রায় ৩০০ দমকল কর্মী আগুন নেভাতে কাজ করছে। তবে উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রন কঠিন হয়ে পড়েছে। আগুন লাগার কারণ এখোনও জানা যায়নি। ঘটনায় ঐ অঞ্চলের প্রায় ৭০ টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
রাজ্যের উত্তরাঞ্চলে কোহুইলা এবং নুয়েভো লিওনের মাঝামাঝিতে আর্তেগা সিযেরাতে কয়েক ডজন কেবিন পুড়ে গেছে।