মুসলিম নাগরিকদের ক্যাম্পে বন্দী রাখা যাবে: আইন পাশ করলো চীন

উইঘুর মুসলিমদেরকে ক্যাম্পে আটক রাখার বিষয়টি আইন পাশের মাধ্যমে বৈধ করলো চীনের পশ্চিমাঞ্চলীয় ঝিনঝিয়াং প্রদেশ। ক্যাম্পে আটক রাখা এবং প্রচুর সংখ্যক মুসলিম নাগরিক নিখোঁজ হওয়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মাঝেও এই সিদ্ধান্ত নিল দেশটি।
তবে ঝিনঝিয়াং প্রদেশের কর্মকর্তাদের দাবি, এসব ক্যাম্পের মাধ্যমে মুসলিমদের উগ্রপন্থা থেকে দূরে রাখা হচ্ছে। ক্যাম্পগুলোকে আদর্শিক রূপান্তরের কেন্দ্র বলেও বর্ণনা করেন তারা।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো মুসলিমদের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অনুগত করা এবং তাদের বিশ্বাস ত্যাগ করতে উদ্বুদ্ধ করা।
বর্তমানে চীনে ১০ লাখ মুসলিমকে ক্যাম্পে আটক রাখা হয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে। তবে চলতি বছরের আগস্টে এ অভিযোগ অস্বীকার করেছে চীন।
চীনের ঝিনঝিয়াং প্রদেশে দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সংঘাত চলছে। এজন্য জঙ্গিবাদকে দায়ী করে থাকে চীন।