মুসলিমদের কবরস্থান ফলক ধ্বংস করেছে ইসরায়েল- তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের উপ- পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরান এক বিবৃতিতে বলেছেন, ইহুদীবাদী ইসরায়েল জেরুজালেমে মুসলিমদের কবরস্থানের ফলক ধ্বংস করে ঐতিহ্যকে অসম্মান করেছে।

দখলদার ইসরায়েল বুধবার জেরুজালেমে অবস্থিত মুসলমানদের ইউসুফিয়া কবরস্থানের একটি তুর্কি পতাকাযুক্ত ফলক ধ্বংস করেছে। তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) পূর্ব জেরুজালেমের এই কবরস্থানটি পুনর্নিমাণ করার পর তার দেয়ালে তাদের অবদান চিহ্নিত ফলকটি স্থাপন করেছিলো। এই ঘটনায় তুরস্কের উপ – পররাষ্ট্রমন্ত্রী ইয়াভুজ সেলিম কিরান এক বিবৃতিতে বলেছেন , ফলক ধ্বংস করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে ।

কিরান তার টুইটার আইডিতে ফলক ধ্বংস করার একটি ক্লিপ শেয়ার করে বলেন, ফলক ধ্বংস করে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অসম্মান ও ঔদ্ধত আচরণ করায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এর প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত। কিরান লিখেছেন, আপনি ফলক সরিয়ে ফেলতে পারেন , তবে আপনি কখনোই মুসলিম উম্মাহর অন্তর থেকে তুরস্কের প্রতি ভালোবাসা দূর করতে পারবেন না।