মুক্তামনির মূল অপারেশন শেষ, রবিবার থেকে স্কিন ড্রাফটিং

অবশেষে স্বাভাবিক আকার পেতে যাচ্ছে মুক্তামনির হাত। যে হাতের তীব্র ব্যাথায় দিন-রাত চিৎকার করতো মুক্তা, যে হাতে পোকা ঘুরে বেড়াতো, মুক্তামনির সেই হাতে মূল অপারেশন সম্পন্ন হয়েছ। আগামী রবিবার থেকে শুরু হবে স্কিন ড্রাফটিং।

এদিকে, হাত ভালো হওয়ার পরই মুক্তা প্রথম ছোট ভাইকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। যে এতোদিন তার চোখের সামনে ঘুরে বেড়ালেও কোলে নিতে পারতো না মুক্তামনি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আগামী রবিবার মুক্তামনির হাতে স্কিন ড্রাফট করা হবে। ফলে মুক্তা মনির হাত ফিরে পাবে স্বাভাবিকতা।

প্রসঙ্গত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার ১১ বছরের মেয়ে মুক্তামনি ‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত। এই রোগের কারণে তার এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারী হয়ে ছিল। গত চার বছর ধরে এই হাতের ‘বোঝা’ বয়ে বেরিয়েছে মুক্তামনি। শরীরের অসহ্য যন্ত্রণায় তার স্বাভাবিক কোনও জীবন ছিল না। এই রোগের সঙ্গে সে রক্তশূণ্যতা ও অপুষ্টিতেও আক্রান্ত ছিল।