মানুষকে পাখির মতো গুলি করে মারলেও বিচার হয় না: এরশাদ

নিউজ নাইন২৪ডটকম, লালমনিরহাট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের রাজনীতিকে মানুষ এখন ঘৃণা করে। কারণ আজ মানুষকে পাখির মতো গুলি করে মারলেও বিচার হয় না। এ কোন সভ্য সমাজে বাস করছি বুঝতে পারছি না।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে রাষ্ট্রীয় ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা চুরি হলো অথচ দায়িত্বরত কেউ কিছুই বলতেই পারে না। পৃথিবীতে এমন ঘটনা আর কোথাও ঘটেছে কি না তা আমার জানা নাই।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার (এমপি), রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আসিফ শাহরিয়ার প্রমুখ।

সম্মেলনে গোলাম মোহাম্মদ কাদের’কে সভাপতি ও এ.কে.এম মাহাবুবুল আলম মিঠু’কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা দেন এরশাদ।