মাথাপিছু আয় ২ ডলার বেড়ে ১৩১৬

পাথাপিছু আয়ঢাকা: দেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় ২ ডলার বেড়ে এখন ১ হাজার ৩১৬ ডলার। আগে তা ১ হাজার ৩১৪ ডলারে ছিল।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফ‍া কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবৃদ্ধি বাড়ার কারণে মানুষের মাথাপিছু বার্ষিক আয়ও বেড়েছে। প্রবৃদ্ধি আগে ছিল ৬ দশমিক ৫১ শতাংশ, আর চূড়ান্ত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৫ শতাংশে।
মাথাপিছু আয়ের হিসাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাঠানো প্রবাসী আয়ও যোগ হয়। তবে মাথাপিছু আয় প্রত্যেক বাংলাদেশির আলাদা বা ব্যক্তিগত আয় নয়। এটি সামগ্রিক আয়, যা মাথাপিছু ভাগ করে দেওয়া হয়।
এর আগে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ২ হাজার ৮৬৫ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।