ভয়াবহ দাবানলে ভয়াবহ সঙ্কটে কানাডার অর্থনীতি

 

নিউজ নাইন২৪ডেস্ক;  কানাডার অর্থনীতি কাঠামো ভেঙ্গে পড়েছে । অর্থনৈতিক মন্দার কারনে হাজার হাজার কর্মী ছাঁটাই করে দেশটি ।  বিশ্ববাজারে তেলের দাম কমার সাথে সাথে  চলমান ভয়াবহ দাবানলের কারনে বিপাকে পড়েছে দেশটি । দাবানলের কারনে দৈনিক ১৫ লাখ ব্যারেল তেল উত্তোলন কম হচ্ছে ।অর্থনীতিবিদরা বলছেন, কানাডার জিডিপিতে জ্বালানি খাতের অবদান ১০ শতাংশ। তাই বিদ্যমান পরিস্থিতি কানাডাকে গভীর সংকটের দিকে ঠেলে দেবে।