ভারত সীমান্তে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে পাকিস্তান

‘পাকিস্তানে হামলার জন্য সন্ত্রাসী গোষ্ঠিকে সহায়তা দেয় ভারত’

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তান আক্রমণ এবং নজরদারির উপযোগী ড্রোনের বহর, চীনের তৈরি মধ্যম পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট ভারত সীমান্তে মোতায়েন করেছে। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে এ দাবি করা হয়েছে।

পাকিস্তানের কয়েকটি সামরিক ঘাঁটি এবং বড় নগরে এলওয়াই-৮০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা ‘স্যামের’ পাঁচটি ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে আইবিআইএস-১৫০ বিমান প্রতিরক্ষায় ব্যবহৃত নজরদারি রাডার ইউনিট। বালাকোটে গতমাসের ২৬ তারিখে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে। কোনো কোনো ভারতীয় সংবাদ মাধ্যমে সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

‘স্যামে’র পাশাপাশি চীনের তৈরি রেইনবো সিএইচ-৪ এবং সিএইচ-৫ ড্রোনও মোতায়েন করা হয়েছে। এ সব নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মিরের সীমান্তে গোয়েন্দা তৎপরতা এবং প্রয়োজনে হামলার জন্য ড্রোন বহরকে মোতায়েন করা হয়েছে।

সূ্এ: পার্সটুডে