ভারত থেকে গ্যাস আনার পরিকল্পনা রয়েছে -পেট্রোবাংলা চেয়ারম্যান

ভারত থেকে গ্যাস আনার পরিকল্পনা রয়েছে -পেট্রোবাংলা চেয়ারম্যান

গোপালগঞ্জ সংবাদাদাতা: বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুল হাসান বলেছেন, দক্ষিণাঞ্চলের গ্যাসের চাহিদা মেটাতে ভারত থেকে গ্যাস আনার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে ভোলায় গ্যাস পাওয়া গেলে তা দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করেন তিনি।

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে একথা বলেন পেট্রোবাংলার চেয়ারম্যান।

এসময় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হাসান আরও বলেন, পদ্মাসেতু দিয়েও এ অঞ্চলে গ্যাস সরবরাহ করা হবে। এ লাইনটি গোপালগঞ্জের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নেওয়া হবে।

তিনি বলেছেন, ভোলায় গ্যাস পাওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। এখানে বৃহৎ পরিসরে গ্যাস পাওয়া গেলে এ গ্যাস মেইন ল্যান্ডে নিয়ে আসা হবে।

এতে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাটসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে গ্যাসের আওতায় আনা হবে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও গ্যাস আমদানির বিষয়টি চিন্তা ভাবনায় রয়েছে। ভোলার গ্যাস ও মেইন ল্যান্ডের গ্যাস পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসবে। এ লাইনটি গোপালগঞ্জের উপর দিয়ে খুলনা পর্যন্ত নেওয়া হবে।