ভারতে পদদলিত হয়ে ২৪ জনের মৃত্যু

ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বারানসিতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শনিবারের এই দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই নারী বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

বারানসির ঐতিহাসিক রাজঘাট সেতুতে ধর্মীয় নেতা জয় গুরুদেবকে শ্রদ্ধা জানাতে গঙ্গা নদীর তীরে একত্রিত হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ অনুমান করছে, রাজঘাট সেতু ভেঙ্গে পড়ার গুজবে ভীত মানুষের ছোটাছুটির কারণে পদদলনের ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, যতজনকে অনুমতি দেওয়া হয়েছিল তার থেকে বেশি মানুষ এসেছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা জানিয়ে এক টুইটারে পোস্টে বলেন, ‘ভারানসিতে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। শোকাহত পরিবারদের জন্য সান্ত্বনা ও আহতদের জন্য প্রার্থনা।’

দ্বিতীয় আরেকটি টুইটে তিনি বলেন, ‘বারানসির ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’