ভারতে ধূলিঝড়ে নিহত ৫

নিউজ নাইন২৪, ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ধূলি ঝড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) থেকে মঙ্গলবার (২৪ মে) উত্তর প্রদেশের মিরাট, সামভাল, হরদেই, উন্নাও এবং কানপুরের উপর দিয়ে বয়ে যায় এই ধূলি ঝড়।

নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয় দেয়াল ধসে চাপা পড়ে। এছাড়া মিরাট জেলায় বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে মৃত্যু হয় একজনের।

মঙ্গলবার হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে লোকজনকে আগে থেকে সতর্ক করা যায়নি।

রাজ্যের ইতাওয়াহ এলাকায় সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর রায়ে বেরেলিতে ১২.৮ ও লক্ষ্ণৌতে ৯.৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পর প্রবল বৃষ্টিপাত হয়।

ঝড়-বৃষ্টিতে রাজ্যের অনেক এলাকায় গাছপালা উপড়ে রাস্তার ওপর এসে পড়ে। ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বজ্রপাতে বুলান্দশারে এক ও আউরিয়া এলাকায় আরো একজনের মৃত্যু হয়। লক্ষীপুর এলাকায় দেয়াল ধসে এক বালক নিহত হয়।