ভারতে চার মাসে ২০ হাজারের বেশি দাবানল

ভারতের দাবানল

নিউজ নাইন২৪, ডেস্ক: প্রচণ্ড তাপদাহ এবং খরায় এ বছরের প্রথম চার মাসেই ভারতের বনভূমিতে দাবানলের ঘটনা বিগত চার বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ বছরে দেশটির বিভিন্ন রাজ্যের বনভূমিতে প্রায় ২০ হাজারেরও বেশি দাবানলের ঘটনা ঘটেছে।

ছত্রিশগড়, উড়িশ্যা ও মধ্যপ্রদেশে দাবানলের ঘটনা বেশি ঘটছে।

দেশটির পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা যায় এ বছর ছত্রিশগড়ে ২৪২২টি, উড়িশ্যায় ২৩৪৯টি, মধ্যপ্রদেশে ২৩৩৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা বিগত কয়েক বছরের তুলনায় দ্বিগুনেরও বেশি।

২০১৫ ও ২০১৬ সালে সমগ্র ভারতে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে ২৯.৭ শতাংশ হারে।

জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের অভাবে এবং খরা ও তাপদাহে বনভূমিতে দাবানলের ঘটনা বাড়ছে। এর ফলে ঘটছে মারাত্মক আকারের পরিবেশ বিপর্যয়।–টাইমস অব ইন্ডিয়া