ভারতে ইরানের বার্ষিক রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, আগের বছরের তুলনায় ২০২২ সালে মূল্যের দিক দিয়ে ভারতে ইরানের রপ্তানি ৬০ শতাংশ বেড়েছে।

ভারতীয় মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে ভারতে ইরানের রপ্তানি হয়েছে ৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪০৯ মিলিয়ন ডলার। বার্তা সংস্থা ইরনা এই রিপোর্ট করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই মাসগুলিতে ইরান থেকে ভারত আমদানি করেছে পেট্রোলিয়াম পণ্য।

উল্লেখিত তথ্য অনুযায়ী, ইরান ও ভারতের মধ্যে ২০২২ সালে বাণিজ্য হয়েছে আড়াই বিলিয়ন ডলার। ২০২১ সালের ১ দশমিক ৬৯৩ বিলিয়ন ডলার থেকে ৪৮ শতাংশ বেড়েছে।

জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ এর মধ্যে ইরানে ভারতের রপ্তানিও ৪৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ১ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।

সূত্র: তেহরান টাইমস।