ব্যাংক চায় এফবিসিসিআই

ব্যাংক চায় এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। তবে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনলাইনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে মুস্তফা কামাল বলেন, আমি এ বিষয়ে জানি না। আমার কাছে এ ধরনের কোনো প্রস্তাবনা আসেনি। কেউ দেখাও করেনি, আলোচনাও হয়নি। সুতরাং ব্যাংকের বিষয়ে কী করতে চাচ্ছে সেটা জানি না। যখন আমি জানব, আপনারাও জানবেন।

জানা গেছে, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গত রোববার পর্ষদ বৈঠকে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে বিমা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালও করতে চায় সংগঠনটি। এটা নিয়ে আর আগে সরকারের উচ্চ মহলের সঙ্গে এফবিসিসিআইয়ের নেতারা আলোচনা করেছেন।