বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প: বদলেছে সোন াপাতিলা বিলের কৃষকদের ভাগ্য

Image result for বৃষ্টির পানি সংরক্ষণ

নওগাঁ: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চলতি বছর বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের অধীনে সোনাপাতিলা খালের তলদেশে ২.৯ কিলোমিটার খনন করায় পাল্টে গেছে বদলগাছি উপজেলার সোনাপাতিলা বিল এলাকার কৃষকদের ভাগ্য। তারা এখন এক সময় পানিতে তলিয়ে থাকা জমিতে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। মাত্র ২ বছর আগেও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সোনাপাতিলা বিল এলাকার কৃষকদের শত শত বিঘা জমি বর্ষার পানিতে তলিয়ে থাকতো। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগের অন্ত ছিল না এই এলাকার মানুষের। আর এই কারণে শত শত বিঘা জমি পানিতে তলিয়ে থাকায় কোন ফসল উৎপাদিত হতো না।

বছরের জুন মাসে শুরু হওয়া বৃষ্টির পানিতে এই বিল তলিয়ে যেতো সেই পানিবদ্ধতা বলবৎ থাকতো নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত। এসময়ে ওই বিলের জমিতে কোন ফসল ফলানো সম্ভব হতো না। কিন্ত এবার পাল্টে গেছে সেখানকার চিত্র। কেবলমাত্র সোনাপাতিলা বিলে একটি খাল খননের ফলে এই পরিবর্তন। জুলাই মাসের বৃষ্টির পানি আর এই খাল দিয়ে ছোট যমুনা থেকে আসা ঢলের পানি সোনাপাতিলা খালের বাসিন্দাদের আশির্বাদ হয়ে দেখা দিয়েছে।